ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

আশিক সরোয়ারের ‘জল পতনের শব্দ’

শিল্প-সাহিত্য প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
আশিক সরোয়ারের ‘জল পতনের শব্দ’

বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় প্রকাশিত হয়েছে আশিক সরোয়ারের প্রথম কবিতার বই ‘জল পতনের শব্দ’। বইটি প্রকাশ করেছে র‍্যামন পাবলিশার্স।



বইটি সম্পর্কে আশিক সরোয়ার বলেন, আমার কবিতা মূর্ত ও বিমূর্তের পরিপ্রেক্ষিতে নতুন ইমেজে ভ্রমণশীল। ঋজু, দীপ্ত, লাবণ্যখচিত চেতনায় অগ্নিভূত এ বইয়ের কবিতাগুলো।

তিনি আরও বলেন, এ বইয়ের কবিতাগুলোর অধিকাংশই শীর্ণ কিন্তু প্রেমময়তায় সূর্যস্পর্শী, মর্মে আনন্দ-বিষাদের হিমায়িত ঝড় তোলায় পারঙ্গম। এছাড়া বহুমাত্রিক রাজনৈতিক অনুপ্রাস, প্রেমের বিষাক্ত জল ও নিজেকে খুলে দেখবার তৃতীয় চোখের সন্ধান মিলবে কবিতাগুলোতে।

২০০৪ থেকে ২০১৪—এ দশ বছরে লিখিত নির্বাচিত ৫০টি কবিতা নিয়ে ৪৮ পৃষ্ঠার এ বইটির কমিশন পরবর্তী বিনিময় মূল্য ১০০ টাকা। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে র‍্যামন পাবলিশার্সের স্টলে ‘জল পতনের শব্দ’ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।