ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

বইমেলায় ইবনুল করিম রূপেনের প্রথম গল্পগ্রন্থ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
বইমেলায় ইবনুল করিম রূপেনের প্রথম গল্পগ্রন্থ

ঢাকা: ইবনুল করিম রূপেনের প্রথম গল্পগ্রন্থ ‘শীতল নীল স্নিগ্ধ আলো’ প্রকাশিত হয়েছে অমর একুশে বইমেলায়। ৯টি ছোটগল্পের এই বইটির প্রচ্ছদ এঁকেছেন এস. এম. নঈম।

 

লেখক জানান, বেশির ভাগ গল্পের পটভূমি তাঁর জীবনের নানা রকম ঘটনা থেকে নেয়া। এর সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন ‘এমন যদি হতো’ কৌশল। আর কিছু গল্প তাঁর কল্পনার প্রতিফলন। কিছু গল্প পড়তে পড়তে পাঠক নিজেকে খুঁজে পেতে পারেন অবচেতন মনেই।

নামকরণ নিয়ে লেখক জানান, ‘কয়েক বছর আগে আমি খুব অল্প সময়ের জন্য জীবন-মৃত্যুর মাঝামাঝি জায়গায় অবস্থান করছিলাম। আমার সেই সময়ের অনুভূতিগুলো কখনো মুখে বলে প্রকাশ করা সম্ভব হয়নি। সেই অনুভূতি এবার লিখে ফেললাম শীতল নীল স্নিগ্ধ আলো শিরোনামে। আর এটিকেই বেছে নিলাম বইটির নাম হিসেবে। ’

বইমেলায় কলি প্রকাশনীর ৩২৪ ও ৩২৫ নং স্টলে পাওয়া যাচ্ছে বই। এছাড়া রকমারি ডট কম-এর http://www.rokomari.com/book/95775 লিংক থেকে ঘরে বসেই অর্ডার করা যাবে বইটি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।