ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

আহমদ ছফাকে নিয়ে গাজী তানজিয়ার উপন্যাস বইমেলায়

শিল্প-সাহিত্য প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
আহমদ ছফাকে নিয়ে গাজী তানজিয়ার উপন্যাস বইমেলায়

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় অ্যাডর্ন পাবলিকেশনের স্টলে পাওয়া যাচ্ছে—লেখক ও বুদ্ধিজীবী আহমদ ছফাকে নিয়ে গাজী তানজিয়ার লেখা উপন্যাস ‘কালের নায়ক’। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী চারু পিন্টু।

মূল্য ৫৪০ টাকা।

৬ ফেব্রুয়ারি শুক্রবার মেলা প্রাঙ্গণে, বইটির লেখক গাজী তানজিয়ার কাছে—আহমদ ছফাকে নিয়ে উপন্যাস লেখার কারণ জানতে চাইলে তিনি বলেন, একজন লেখক তার গল্প এবং উপন্যাসের জন্য এমন একটা চরিত্র খোঁজেন বা সৃষ্টি করেন যা নায়ক হয়ে ওঠে। কিন্তু আহমদ ছফার জীবন চরিত এমন যে তিনি নিজেই একজন নায়ক। ’

‘চরিত্র হিসেবে তিনি যেমন ইন্টারেস্টিং তেমনি সংগ্রাম বহুল এবং রোমাঞ্চকর ছিল তার জীবন। ব্যক্তি চিসেবে তিনি ছিলেন অনেকটা সক্রেটিসের মত। তাঁর সময়কালে ঢাকা শহর তথা সারা বাংলাদেশের সকল মেধাবী তরুণেরা তাঁর কাছে ভীড় জমাতেন। তাঁর জ্ঞানের প্রজ্ঞা, তাঁর ব্যক্তিত্বের দৃঢ়তা, তাঁর সাহস, পরোপকারিতা—এসব তরুণদের আকৃষ্ট করত। ’

গাজী তানজিয়া বলেন, ছফা ব্যাপারে হাজারও কৌতূহলী মানুষের মত আমিও ছিলাম একজন। আর যখন তাঁকে জানলাম তখন তাঁকে নিয়ে উপন্যাস লেখার লোভ সামলাতে পারিনি। ’

ছফাকে নিয়ে উপন্যাস লেখার ক্ষেত্রে প্রস্তুতি কেমন ছিল?—জানতে চাইলে তিনি আরও বলেন, ছফাকে নিয়ে যখন  উপন্যাস  লিখব ভাবলাম, তখন চিন্তা করলাম এমন একজন লেখককে ঠিক কিভাবে উপন্যাসে চিত্রায়িত করা যায়! ছফা প্রায়ই বলতেন, “আমি একটা ইতিহাসের ভিতর থেকে উঠে এসেছি। ” খোদ ইতিহাসের ভিতর থেকে যাঁর উত্থান, সেও এক ইতিহাস। তাই এই দীর্ঘ ঐতিহাসিক পটভূমিকায় তাঁকে চিত্রায়ণের চেষ্টা করেছি। ’

বইটি সম্পর্কে অ্যাডর্ন পাবলিকেশনের বক্তব্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ২০০১ পর্যন্ত সময়ের দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক পটভূমিকায় বেড়ে ওঠা সদা সরব একজন লেখক-বুদ্ধিজীবী ছিলেন আহমদ ছফা। তাকে নিয়ে সর্বোপরি একজন পুরুষোত্তম মানুষের জীবনচরিত উপন্যাস কালের নায়ক।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।