ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

মেলার সময় নিয়ে প্রকাশকদের ক্ষোভ, অন্যপ্রকাশে ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৪
মেলার সময় নিয়ে প্রকাশকদের ক্ষোভ, অন্যপ্রকাশে ভিড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: বিদায়ী মাঘের কনকনে উত্তরে হাওয়া আর ফাল্গুনের আগমণীকে সামনে রেখে শনিবার শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা।

রোববার মেলার দ্বিতীয় দিনে লোক সমাগম মোটামুটি হলেও বেশিরভাগই স্টলই এখনো
ক্রেতাশূন্য।

পাঠকরা মেলার বিভিন্ন স্টল ঘুরে পছন্দের বই খুঁজলেও কেনাকাটা এখনো শুরু করেননি। মেলা প্রাঙ্গণ ঘুরে এই চিত্র দেখা যায়।

এবার বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত হলেও সঙ্কুচিত হয়েছে মেলার সময়।
অন্যান্যবার বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চললেও এবার আধঘণ্টা কমিয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত করা হয়েছে। আর এতে আগেভাগেই গুটিয়ে ফেলতে হচ্ছে স্টলগুলো।

সময় আধঘণ্টা কমে আসায় প্রকাশকদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন বাংলানিউজের কাছে।

পাঠসূত্র প্রকাশনীর সত্ত্বাধিকারী তনুজ আকবর বাংলানিউজকে বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতার কারণে অনেকটা অগোছালোভাবেই আমাদের মেলা শুরু করতে হয়েছে। মেলা শুরুর ঠিক আগমুহূর্তে আমরা স্টল বরাদ্দ পেয়েছি। ফলে দৃষ্টিনন্দন করে স্টল সাজানোর সুযোগ অনেক প্রকাশনীই পায়নি। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে মেলা সম্প্রসারিত হয়েছে এ বিষয়টি অনেকেই জানেন না।

স্টল প্ল্যানার না থাকায় পাঠকদের স্টলগুলো খুঁজে পেতে কষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন এ প্রকাশক।

মেলার দ্বিতীয় দিনে অন্যান্য স্টলে বই বিক্রি সামান্য হলেও বরাবরের মতোই ক্রেতা-পাঠকদের ভিড় দেখা গেছে অন্যপ্রকাশের স্টলে।

স্টলটিতে নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের বিভিন্ন বইয়ের কাটতি বেশি ছিল।

অন্য প্রকাশের প্রেস কো-অর্ডিনেটর মোজাম্মেল হক শিশির বাংলানিউজকে জানান, বই বিক্রির হার প্রত্যাশিত। এ পর্যন্ত ১৫টি নতুন বই মেলায় এনেছেন। এরমধ্যে হুমায়ূন আহমেদের শিশুতোষ বই কাকারু, টগর অ্যান্ড জেরি অন্যতম।

তিনি জানান, বরাবরের মতো এবারও হুমায়ূন আহমেদের বই নিয়ে পাঠকদের আগ্রহ বেশি। তার অনেক পুরনো বই ভালো বিক্রি হচ্ছে। এরমধ্যে হুমায়ূন আহমেদের ‘দেয়াল’ উপন্যাসের বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। এছাড়া এ লেখকের হিমু সিরিজের দশটি উপন্যাস নিয়ে প্রকাশিত ‘হিমু দশ’ বইটিও ভালো বিক্রি হচ্ছে।

অন্য প্রকাশের এ সমন্বয়ক জানান, হুমায়ূন আহমেদের অপ্র্রকাশিত ‘লীলাবতীর মৃত্যু’ উপন্যাসটি অচিরেই মেলায় আসবে।

অগোছালো বইমেলা
দ্বিতীয় দিনেও গুছিয়ে ওঠেনি গ্রন্থমেলা
বইমেলায় জয়নুল জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।