ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় আনিফ রুবেদের ‘মন ও শরীরের গন্ধ’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
বইমেলায় আনিফ রুবেদের ‘মন ও শরীরের গন্ধ’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হবে জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কারপ্রাপ্ত গল্পকার আনিফ রুবেদের প্রথম গল্পগ্রন্থ ‘মন ও শরীরের গন্ধ’। এরআগে ২০১১ সালে প্রকাশিত হয়েছিল তার প্রথম কবিতাগ্রন্থ ‘পৃথিবীর মৃত্যুদণ্ডপত্র’।



২০১২ সালে পুরস্কারপ্রাপ্ত পাণ্ডুলিপিটিই মূলত গল্পগ্রন্থরূপে প্রকাশিত হতে যাচ্ছে এবার। বইটি মেলায় আনছে প্রকাশনী সংস্থা ঐতিহ্য। বিভিন্ন সময় জাতীয় দৈনিকের সাহিত্য সাময়িকী ও ছোটকাগজে প্রকাশিত মোট ১৩টি গল্প দিয়ে আয়োজন করা হয়েছে মন ও শরীরের গন্ধ।

মন ও শরীরের গন্ধ সম্পর্কে জানতে চাইলে আনিফ রুবেদ বাংলানিউজকে বলেন, ‘মানুষ সবসময়ই একধরনের অদ্ভুতত্বের মধ্যে বাস করছে, জন্ম দিচ্ছে, মরে যাচ্ছে। পৃথিবীর সকল বস্তুর সাথে সকল বস্তু দারুণভাবে সম্পর্কিত। মানুষের জীবনে বিশ্বের, এমনকি মহাবিশ্বের সমস্ত কিছুর সাথে একধরনের যোগসূত্র রয়েছে। এই সমস্ত কিছুই মানবপ্রাণের ভেতরে বাইরে প্রভাব ফেলে।

মানবপ্রাণ আর পৃথিবীর অন্যান্যতার ভেতরে একটা সুতা রয়েছে বন্ধন স্বরূপ, যতই বিচ্ছিন্ন মনে হোক না কেন। গল্পগুলো এসব সুতা বেশি করে চিহ্নিত করার প্রবণতা দেখায়। এটার সবচেয়ে স্পষ্ট উদাহরণ ‘সময়মাছ’ গল্পটি। খুবই ক্ষুদ্র একটি দৃশ্য কত বিশাল আয়োজনের ভেতর যে ঘটে তাও ধরার চেষ্টা গল্পগুলোতে রয়েছে।

চরিত্রগুলোর মধ্যে ঘটনা ঘটবার চিত্র এবং সেই সময়ের মনের ভেতরের চিত্র আঁকতে গল্পের বয়ান সমানভাবে আগ্রহী। সব গল্পের বর্ণনা, বাক্যগঠন সম্পূর্ণ ভিন্ন। প্রতিটি বাক্য একেকটি গল্পের স্বাদ দিতে পারবে। প্রতি বাক্যের ফাঁকে পাঠকও নতুন একটা গল্পের ছবি আঁকতে পারবেন। ’

তিনি বলেন, ‘বইটির পাঠের গতি মধ্যম। একটা পোশাক তখনই একটা মানুষের গায়ে লাগে, সৌন্দর্য বাড়ায়, আরাম দেয় যখন পোশাকটির কাপড়ের বুননকারী, কাঁচিকর্মী এবং সূঁচশিল্পীর মাপ মিলে যায়। অনুরূপভাবে লেখ্য শিল্পেরও মাপ রয়েছে। শব্দের বাক্যের দর্শনের চরিত্রের মধ্যে মিলে গেলে সেটা অসাধারণ হয়ে ওঠে। বইটির গল্পগুলোর মধ্যে এই মিলে যাওয়া ব্যাপারটা আছে। ’

মন ও শরীরের গন্ধ পাণ্ডুলিপি পাঠপরবর্তী মন্তব্যে ভারতীয় কবি ও গদ্যকার বিভাস চন্দ্র রায় বলেন, ‘গ্রন্থটির প্রথম গল্পের প্রথম কথা “ইলিশ মাছের ঝোলের মত জোছনা নেমেছে। যদি কিছু ভাত থাকে তবে এই জোছনা মেখেও খাওয়া যাবে বেশ স্বাদ করে” এরকম একটা লাইন যদি আমি কবিতাতেও লিখতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। ’

একই প্রসঙ্গে কবি জুয়েল মোস্তাফিজ বলেন, ‘বহুদিন ধরে যে বয়ানে গল্প বলা হচ্ছে সে বয়ানকে ভেঙে দিয়েছে এই গল্পগুলোর বয়ান। ’

সব ঠিকঠাক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই মন ও শরীরের গন্ধ মেলায় আনবে ঐতিহ্য। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রুব এষ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।