ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

না.গঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
না.গঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া প্রেসক্লাবের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

পরে মিছিলটি শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া মোড় ঘুরে স্বর্ণপট্টি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

এসময় মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট রফিক আহমেদ, ফারুক আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক আবুল কাউসার আশা, দপ্তর সম্পাদক ইসমাইল মিয়া, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, সদস্য সচিব আলী আজগর, কাউন্সিলর সুলতান আহমেদ প্রমুখ।

এতে সংক্ষিপ্ত বক্তব্যে টিপু বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। রাজপথে আমাদের মিছিল করার অধিকার নেই। মিছিল করতে গেলেই মামলা হামলার শিকার হতে হয়। দ্রুত তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা, পরোয়ানা প্রত্যাহার করে তাকে দেশে এসে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাই। পাশাপাশি মিথ্যা মামলায় সাজা দেওয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আটকে না রেখে তাকে স্থায়ী জামিন দেওয়ারও দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।