ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিদ্যুতের দাম বাড়ানোর প্র‌তিবাদে বরিশালে বিএনপির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ২, ২০২০
বিদ্যুতের দাম বাড়ানোর প্র‌তিবাদে বরিশালে বিএনপির মানববন্ধন

ব‌রিশাল: বিদ্যুৎ ও পা‌নির দাম বাড়ানোর প্র‌তিবা‌দ ব‌রিশালে মানববন্ধন করেছে বিএন‌পি।

‌সোমবার (২ মার্চ) বেলা পৌনে ১১টায় নগরের আগরপুর রোডে জেলা উত্তর ও দ‌ক্ষিণ বিএন‌পি যৌথভাবে এ মানববন্ধন করে।

এসময় দ‌ক্ষিণ জেলা বিএন‌পির সভাপ‌তি এবায়েদুল হক চানের সভাপ‌তিত্বে বক্তব্য রাখেন উত্তর জেলার সভাপ‌তি মেজবাহউ‌দ্দিন ফরহাদ, দ‌ক্ষিণের সাধারণ সম্পাদক আবুল কালাম শা‌হিনসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, বর্তমান সরকার বাজারদর নিয়ন্ত্রণে রাখতে পারে‌নি। এরমধ্যে বিদ্যুতের দাম বাড়ানোয় জনগণের না‌ভিশ্বাস ওঠার জোগার হয়েছে। তারা দেশে গণতন্ত্র প্র‌তিষ্ঠার জন্য বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়ার মু‌ক্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।