ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ছাত্রদলের সমাবেশে হাতাহাতি, বাইরে ককটেল বিস্ফোরণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
ছাত্রদলের সমাবেশে হাতাহাতি, বাইরে ককটেল বিস্ফোরণ

ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ছাত্র সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টায় ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে ছাত্রদলের সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর একঘণ্টার মাথায় দুই দফা নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও দুপুর সোয়া ১২ টার দিকে ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের মূল গেটের সামনে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটে।

ককটেল বিস্ফোরণ ঘটার পরে অত্র এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন দৌঁড়ে ছুটোছুটি করতে থাকে। এই ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন। পরিচালনা করছেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান প্রমুখ উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।