ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের সভাপতি হাফিজ, সম্পাদক ফুজায়েল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের সভাপতি হাফিজ, সম্পাদক ফুজায়েল ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের সভাপতি হাফিজ, সম্পাদক ফুজায়েল। ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া: দীর্ঘ নয় বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। সাত সদস্য বিশিষ্ট কমিটিতে শেখ মো. হাফিজ উল্লাহকে সভাপতি ও রুবেল চৌধুরী ফুজায়েলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (০১ আগস্ট)  রাতে কেন্দ্রীয় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতির মাধ্যমে এ তথ্য জানানো হয়। তবে, কতো বছরের জন্য এ কমিটি দেওয়া হয়েছে তা বিজ্ঞতিতে উল্লেখ করা নেই।

সাত সদস্যের কমিটির সিনিয়র সহ-সভাপতি আজহার হোসেন চৌধুরী দিদার, সহ-সভাপতি অথৈই মোল্লা ও সালাহ্ উদ্দীন মোল্লা, যুগ্ম সম্পাদক সমীর চক্রবর্তী এবং সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান।

জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল হক জুয়েল নতুন কমিটির অনুমোদনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।