ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার সঙ্গে দেখা করলেন দুই চিকিৎসক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
খালেদার সঙ্গে দেখা করলেন দুই চিকিৎসক

ঢাকা: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দুই চিকিৎসক।

সোমবার (৩০ জুলাই) বিকেল ৫টায় পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রবেশ করেন তারা। তারা সেখানে ৫ মিনিট ৫৭ সেকেন্ড অবস্থান করে বেরিয়ে যান।

কারা সূত্রে জানা যায়, খালেদা জিয়ার রুটিন চেকআপের জন্যই দুই চিকিৎসক কারাগারে গিয়ে ছিলেন। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। তিনি (খালেদা জিয়া) ভালো আছেন।

চিকিৎসকদের নামপরিচয় জানতে চাইলে সূত্রটি আগ্রহ প্রকাশ করেনি।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।