ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সাবেক এমপি রহিম উদ্দিন ভরসা লাইফ সাপোর্টে

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
সাবেক এমপি রহিম উদ্দিন ভরসা লাইফ সাপোর্টে সাবেক এমপি রহিম উদ্দিন ভরসা। ফাইল ফটো

রংপুর: রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য (এমপি) এবং রংপুরের স্থানীয় দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা রহিম উদ্দিন ভরসা লাইফ সাপোর্টে রয়েছেন।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।  

তার বড় ছেলে এমদাদুল হক ভরসা বাংলানিউজকে বলেন, বাবা স্কয়ার হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

সবাই তার জন্য দোয়া করবেন।

রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু বাংলানিউজকে জানান, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। শুক্রবার (২৭ জুলাই) দুপুরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ঢাকার ধানমন্ডি এলাকার বাসা থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।    

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।