ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ব্লেম গেমটা আপনারা করছেন: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
ব্লেম গেমটা আপনারা করছেন: ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্য অতিথিরা

ঢাকা:বিএনপি ব্লেম গেম শুরু করেছে’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে এই কথাগুলো বলছেন কেন? আপনারা এতো ভয় পেয়েছেন কেন? এতো ভীত হয়েছেন যে, মিথ্যার আশ্রয় নিয়ে জনগণকে সম্পূর্ণভাবে বোকা বানিয়ে আপনারা মনে করেন পার পেয়ে যাবেন। জনগণ এখন আর বোকা নয়, তারা এখন সব বোঝে।

মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, প্রত্যেকটা মানুষ বোঝে, আপনারা কি করছেন।

তাদের মধ্যে ধিকিধিকি করে আগুন জ্বলছে, কখন আপনারা যাবেন। কখন পরিবর্তনটা হবে। সুতরাং পরিষ্কার করে বলতে চাই, এই ব্লেম গেমটা আপনারা করছেন, আমাদেরকে ব্লেম করার জন্য। ১৫ সালের আন্দোলনের সময় এভাবে পেট্রোল বোমার কথা সবার মনে আছে। পত্র-পত্রিকায় দেখা গেছে যুবলীগ-ছাত্রলীগ ধরা পড়ছে। আর দোষ হয়ে গেলো আমাদের। একইভাবে এখনো করা হচ্ছে।

তিনি বলেন, আমরা যেকোনো সভা করার আগে এখন ভয় পাই। কেন ভয় পাই জানেন? ওই যে ব্লেম গেম। ওরাই পটকা মেরে বলবে আমরা পটকা মেরেছি। এটাই হচ্ছে সমস্যা। এই সরকার এই গেমগুলো খুব ভালো জানে। তারাই এ খেলা খেলে অভ্যস্ত।

খালেদা জিয়াকে হাইকোর্ট জামিন দেওয়ার পর আপিল বিভাগ সেই জামিন আটকে দিয়েছেন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগের কার উপর কিভাবে আস্থা রাখবো। হাইকোর্ট জামিন দেওয়ার পর আপিল বিভাগ আটকে রাখলেন। আমরা বিচার বিভাগের এই আদেশগুলোর মধ্যে সরকারের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে পাচ্ছি।

এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তারা জনবিরোধীসরকার। কারণ তারা নির্বাচিত সরকার নয়। এই আওয়ামী লীগ সরকারে থাকলে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না, তা প্রমাণ হয়ে গেছে। কাজেই আগামী নির্বাচনের সময় অবশ্যই নিরপেক্ষ সরকার থাকতে হবে।  

তিনি বলেন, আমাদের এই সংগ্রাম-আন্দোলন কোনো ব্যক্তি বিশেষ বা দলকে ক্ষমতায় আনার জন্য নয়। জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য। এই আন্দোলনে ঐক্যবদ্ধ হতে হবে। আমি খালেদা জিয়ার পক্ষে সবাইকে আহ্বান জানাই, আসুন সবাই মিলে এই ‘দানবকে’ পরাজিত করি। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেই।

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মুস্তফা, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।