ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠন

বাগেরহাট: বাগেরহাটে তৌফিকা কালামকে সভাপতি ও অধ্যাপিকা শাহিদা আক্তারকে সাধারণ সম্পাদক করে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৪ জুলাই) জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ এ কমিটি অনুমোদন দেন।
 
বিভিন্ন পদে ১৫৪ জনের নাম উল্লেখ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে বাগেরহাট জেলার সব উপজেলার জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক পর্যায়ের নেত্রীরা স্থান পেয়েছেন। এ কমিটিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।  

বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি এম এ সালাম বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এ কমিটি দলের কার্যক্রমকে বেগবান করতে ভূমিকা রাখবে বলে আশা করি।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।