ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ছাত্রদলের বিক্ষোভ বুধবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
ছাত্রদলের বিক্ষোভ বুধবার

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ সারাদেশে গ্রেফতারকৃত ছাত্রদল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে ছাত্রদল।

মঙ্গলবার (১০ জুলাই) ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (১১ জুলাই) দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিটসমূহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান সারাদেশের দলীয় নেতাকর্মীদের প্রতি এ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ জুলাই ১০, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।