ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ফখরুলকে পানি পান করিয়ে অনশন ভাঙালেন ডা. জাফরুল্লাহ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
ফখরুলকে পানি পান করিয়ে অনশন ভাঙালেন ডা. জাফরুল্লাহ অনশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাকর্মীরা। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: কারাবন্দি ‘দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে’ সোমবার (৯ জুলাই) সকাল থেকে শুরু করা প্রতীকী অনশন কর্মসূচি ভেঙেছেন বিএনপি নেতাকর্মীরা।

বিকেল ৪টায় ঢাকা মহানগর নাট্যমঞ্চে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচিতে গিয়ে দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পানি পান করিয়ে অনশন ভাঙান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অনশনে ফখরুল ছাড়াও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, নিতাই রায় চৌধুরী, সেলিমা রহমান, শামসু্জ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আমান উল্লাহ আমান, আতাউর রহমান ঢালী, কবির মুরাদ, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স প্রমুখ।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ বিএনপি জোটের শরিক দলগুলোর নেতারা। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এমএইচ/এইচএ

** বিএনপির অনশনে ভিড় বাড়ছে নেতাকর্মীদের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।