ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতিসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতিসহ আটক ৪

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ জুলাই) দিনগত রাত ১টার দিকে লক্ষ্মীপুর শহরের বাসভবন থেকে লিটনকে আটক করা হয়। রেজাউল করিম লিটন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর ভাই।

আটককৃত অন্যরা হলেন জেলা যুব দলের সহ সভাপতি জিয়া উল হক বিপ্লব ও যুবদল কর্মী জুয়েল। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। এদেরকে শহরের ভেন্ডার বাড়ির সামনে থেকে আটক করা হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এদিকে লক্ষীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব আটকের বিষয়টি নিশ্চিত করে দ্রুত তাদের মুক্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।