ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

না'গঞ্জে বিএনপির প্রতীকী অনশন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
না'গঞ্জে বিএনপির প্রতীকী অনশন  খালেদা জিয়ার সুচিকি‍ৎসা ও মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিএনপির প্রতীকী অনশন, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ‘সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে’ নারায়ণগঞ্জে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০৯ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে এ প্রতীকী অনশন পালন করা হয়।

সকাল থেকেই জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেয়।

এসময় অনেকেই বৃষ্টিতে ভিজে কর্মসূচি পালন করতে দেখা যায়।

কর্মসূচিতে জেলা বিএনপি নেতাকর্মীদের মধ্যে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মনিরুল ইসলাম রবি, সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, যুগ্ম সম্পাদক শাহ আলম, সালাহউদ্দিন দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুল ইসলাম রফিক, লিটন সরকার, থানা ছাত্রদল নেতা রাসেল মাহমুদ, জাহিদ, আবু সিদ্দিক, নাহিদ, জলিল, জেলা যুবদল নেতা শহিদুল ইসলাম স্বপন, রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব, যুগ্ম সম্পাদক ইসমাইল মামুন, মশিউর রহমান শান্ত, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি হামিদুর রহমান সুমন প্রমুখ।

মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরকার হুমায়ুন কবির, মহানগর বিএনপি নেতা গুলজার হোসেন খান, মনির হোসেন খান, ইসমাইল, ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, শ্রমিক দল নেতা ফারুক হোসেন, বাবুল মিয়া, শহিদুল ইসলাম, বন্দর থানা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, আমিনুল ইসলাম, লুতফর রহমান মন্টু, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা অ্যাডভোকেট আনোয়ার প্রধান, মহানগর ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন শাহ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ইব্রাহীম আহমেদ বাবু, লিংকন খান, আল আমিন, বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মহিউদ্দিন শিশির, তারেক জিয়া পরিষদের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক নবু হোসেন, মহানগর যুবদল নেতা সুমন হাওলাদার, যুবদল নেতা জাহিদ খন্দকার, সজীব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা ও মহানগর বিএনপি নেতারা বলেন, শুধু রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। মিথ্যে মামলায় তাকে আটকে রাখার কোনো সুযোগ নেই। খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।