ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

মহানগর নাট্যমঞ্চে চলছে বিএনপির প্রতীকী অনশন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২১ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
মহানগর নাট্যমঞ্চে চলছে বিএনপির প্রতীকী অনশন চলছে বিএনপির প্রতীকী অনশন। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ‘সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে’ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশন কর্মসূচি পালন করছে বিএনপি।

সোমবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে এই অনশন শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দীর্ঘদিন পর উন্মুক্ত স্থানে বিএনপির কর্মসূচি পালনের সুযোগ মেলায় সকাল থেকেই ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে মহানগর নাট্যমঞ্চে আসতে শুরু করেন নেতাকর্মীরা। ৯টার মধ্যে মূলমঞ্চসহ আশে-পাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়।

বিএনপির অনশনে ভিড় বাড়ছে নেতাকর্মীদের

কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কবির মুরাদ, জয়নাল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্সসহ যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল ও জাসাসের নেতাকর্মীরা রয়েছেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম কর্মসূচির মঞ্চ থেকে জানান, দলের অনেক সিনিয়র নেতা ইতোমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন। আরও অনেকেই পথে আছেন। কিছুক্ষণের মধ্যে সবাই এসে উপস্থিত হবেন।

কর্মসূচি পরিচালনা করছেন বিএনপির সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ ও সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।