ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

খালেদার মুক্তির দাবিতে ফেনীতে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
খালেদার মুক্তির দাবিতে ফেনীতে বিক্ষোভ ফেনীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল, ছবি: বাংলানিউজ

ফেনী: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফেনীতে বিক্ষোভ-মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

বৃহস্পতিবার (২৮ জুন) বিকেলে শহরের ট্রাংক রোড় খেজুর চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি বড় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

এসময় বিক্ষোভ-মিছিলে উপস্থিত ছিলেন-জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, সিনিয়র সহ সভাপতি সৈয়দ আলম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।