ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

সিসিক নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
সিসিক নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফ

সিলেট: অপেক্ষার অবসান ঘটলো আরিফুল হক চৌধুরীর। অবশেষে দলের মনোনয়ন দৌড়ে অন্য প্রার্থীদের পেছনে ফেলে এগিয়ে গেলেন আরিফুল হক চৌধুরী।

বুধবার (২৭ জুন) ঢাকার গুলশান কার্যালয়ে কেন্দ্রীয় এবং সিলেটের নেতাদের সঙ্গে বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা করেন।

দলীয় মনোননয় পাওয়ার  বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন আরিফুল হক নিজেই।



এ নিয়ে দ্বিতীয়বার দলের মনোনয়ন পেয়ে মেয়র পদে প্রার্থী হয়েছেন আরিফুল হক চৌধুরী। তবে দলীয় প্রতীকে এবারই প্রথম সিসিকে মেয়র পদে লড়বেন তিনি।  

দলীয় সূত্র জানায়, ওই সভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ, মঈন খান। এছাড়া সিলেটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামিম, সাধারণ সসম্পাদক আলী আহমদ, ডা. শাহরিয়ার হোসেন, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, রেজাউল হাসান কয়েস লোদী, আজমল বখত সাদেক, ইশতিয়াক সিদ্দিকী।

গত সিসিক নির্বাচনে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছিলেন আরিফুল হক চৌধুরী। আরিফ ছাড়াও এবার বিএনপি থেকে অর্ধডজন প্রার্থী মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।  

তারা হলেন, নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও যুবদল নেতা সালাহ উদ্দিন রিমন।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এনইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।