ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

স্বেচ্ছাসেবক দলের ৮ ইউনিটের আংশিক কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, জুন ২৬, ২০১৮
স্বেচ্ছাসেবক দলের ৮ ইউনিটের আংশিক কমিটি

ঢাকা: বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের শেরপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজবাড়ী, পিরোজপুর ও কুড়িগ্রাম জেলার আংশিক কমিটি গঠন করা হয়েছে।
 
 

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল মঙ্গলবার (২৬ জুন) এই কমিটি অনুমোদন করেছেন। নবনির্বাচিত নেতাদের আগামী এক মাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকার পাশাপাশি অধীনস্থ সব ইউনিট কমিটি গঠন করে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের নিকট জমা দিতে নির্দেশও দিয়েছেন তারা।


 
শেরপুর জেলা কমিটি 
সভাপতি                    : কামরুল হাসান
সিনিয়র সহ-সভাপতি        : দিদারুজ্জামান দিদার
সহ-সভাপতি                 : মো. লালন মোল্লা
সাধারণ সম্পাদক            : মামুন অর রশিদ মামুন
যুগ্ম-সাধারণ সম্পাদক       : রফিকুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক         : আশরাফুল আলম শামীম
 
নারায়ণগঞ্জ জেলা কমিটি
সভাপতি                    : আনোয়ার শা’দত সায়েম
সিনিয়র সহ-সভাপতি       : মোল্লা মোহাম্মদ সাখাওয়াত হোসেন
সহ-সভাপতি                : জাকারিয়া সালেহ স্বপন
সাধারণ সম্পাদক           : মাহবুবুর রহমান
যুগ্ম-সাধারণ সম্পাদক      : শাহ আলম
যুগ্ম-সাধারণ সম্পাদক      : দেওয়ান সালাউদ্দিন
সাংগঠনিক সম্পাদক        : সালাউদ্দিন সালু
 
জামালপুর জেলা কমিটি
সভাপতি                    : শফিকুল ইসলাম খান সজীব
সিনিয়র সহ-সভাপতি       : নূরুল মোমেন আকন্দ কাউসার
সাধারণ সম্পাদক           : মোহাম্মদ মনোয়ারুল ইসলাম (কর্নেল)
যুগ্ম-সাধারণ সম্পাদক      : আমিনুল ইসলাম শান্ত
সাংগঠনিক সম্পাদক        : ইকরামুল হক মানিক
 
মেহেরপুর জেলা কমিটি
সভাপতি                    : তোফায়েল আহমেদ
সিনিয়র সহ-সভাপতি       : আবদুল্লাহ আল মামুন
সহ-সভাপতি                : আজিম উদ্দিন গাজী
সাধারণ সম্পাদক           : আজমুল হোসেন মিন্টু
যুগ্ম-সাধারণ সম্পাদক      : সায়েম আহমেদ
যুগ্ম-সাধারণ সম্পাদক      : শফিকুল রহমান ইকবাল
সাংগঠনিক সম্পাদক        : আহমেদ রাজীব খান
 
চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি
সভাপতি                   : মোহাম্মদ আনোয়ার হোসেন
সিনিয়র সহ-সভাপতি      : মিজানুর রহমান মিজান
সহ-সভাপতি               : আতিক হাসান মুক্তা
সাধারণ সম্পাদক           : এ.এইচ.এম.এম জামাল বাচ্চু
যুগ্ম-সাধারণ সম্পাদক      : জামিউল হক সোহেল
যুগ্ম-সাধারণ সম্পাদক      : দেলোয়ার হোসেন দোলন
সাংগঠনিক সম্পাদক        : মোহাম্মদ সামিরুল ইসলাম পলাশ

রাজবাড়ী জেলা কমিটি
সভাপতি                   : মোহাম্মদ মুস্তাফিজুর রহমান লিখন
সিনিয়র সহ-সভাপতি      : আব্দুর রাজ্জাক
সাধারণ সম্পাদক          : আবুল কালাম আজাদ
যুগ্ম-সাধারণ সম্পাদক     : আব্দুল মালেক
সাংগঠনিক সম্পাদক       : আমিরুল রহমান ঝন্টু
 
পিরোজপুর জেলা কমিটি
সভাপতি                   : আসাদুজ্জামান মিঠু
সিনিয়র সহ-সভাপতি      : আরিফুর রহমান রুবেল
সহ-সভাপতি               : মজিবর রহমান শেখ
সাধারণ সম্পাদক          : সাইদুর রহমান মুরাদ
যুগ্ম-সাধারণ সম্পাদক     : মোহাম্মদ মনিরুজ্জামান মনি
যুগ্ম-সাধারণ সম্পাদক     : মোহাম্মদ তৌহিদুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক       : আসিব জামাল খান

কুড়িগ্রাম জেলা কমিটি
সভাপতি                   : এম.এম. আবু হানিফ বিপ্লব
সিনিয়র সহ-সভাপতি      : আবু দারদা হেলাল
সহ-সভাপতি               : মোহাম্মদ মোজাম্মেল হক
সাধারণ সম্পাদক          : মাহমুদ আল হামিদুজ্জামান
যুগ্ম-সাধারণ সম্পাদক     : এনামুল হক এনা
যুগ্ম-সাধারণ সম্পাদক     : নিমাই চন্দ্র রায়
সাংগঠনিক সম্পাদক       : আব্দুল ওয়াহেদ রানা
 
বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, জুন ২৭, ২০১৮
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।