ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

‘মুক্তি না দিলে তালা ভেঙেই খালেদাকে মুক্ত করবো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, জুন ২১, ২০১৮
‘মুক্তি না দিলে তালা ভেঙেই খালেদাকে মুক্ত করবো’ বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। ছবি: বাংলানিউজ

রাজশাহী: আগামী ২৪ জুন আদালতের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে চূড়ান্ত আন্দোলনে জেলের তালা ভেঙেই তাকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

ইউনাইটেড হাসপাতালে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

মহানগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়।

সমাবেশে মিজানুর রহমান মিনু বলেন, সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গড়িমসি করছে। এতে যদি খালেদা জিয়ার কিছু হয় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তা হলে সরকারকেই দায়ী থাকতে হবে।

বিক্ষোভ সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান মিনু।

কর্মসূচিতে মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এসএস/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।