ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

কালোব্যাজ পরে ঈদগাহে যাওয়ার আহ্বান মিনুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
কালোব্যাজ পরে ঈদগাহে যাওয়ার আহ্বান মিনুর কোর্ট চত্ত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে

রাজশাহী: ইদুল ফিতরের নামাজে সকলকে কালো ব্যাচ পরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে রাজশাহী মহানগরীর কোর্ট চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সামাবেশে মিনু বলেন, খালেদা জিয়াকে জেলে রাখায় এই ঈদ তাদের জন্য আনন্দের নয়।

তাই সকলকে ঈদের নামাজে কালো ব্যাচ পরে আসার জন্য আহ্বান জানান তিনি। সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি করা হয়।

সমাবেশে মহানগর ও জেলা বিএনপির নেতাকর্মীরাও বক্তব্য রাখেন। এরপর খালেদা জিয়ার মুক্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় মহানগর ও জেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
এসএস/এএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।