ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

খালেদার মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুন ১১, ২০১৮
খালেদার মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ-মিছিল খালেদার মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ-মিছিল, ছবি: বাংলানিউজ

যশোর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ও সুচিকিৎসার দাবিতে যশোরে বিক্ষোভ-মিছিল করেছে জেলা সেচ্ছাসেবক দল।

সোমবার (১১ জুন) দুপুরে শহরের রবীন্দ্রনাথ রোডে (আরএন) এ বিক্ষোভ-মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে অবিলম্বে খালেদাকে উন্নত চিকিৎসা ও কারা মুক্তির দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন-জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, যুবদল নেতা নির্মল বিটসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুন ১১, ২০১৮
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।