ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জুন ৬, ২০১৮
নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। ছবি/বাংলানিউজ

নারায়ণগঞ্জ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা দলটির নেতাকর্মীরা।

বুধবার (৬ জুন) দুপুরে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সালাহউদ্দিন দেওয়ানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়।

বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে সালাহউদ্দিন দেওয়ান বলেন, জামিনযোগ্য মামলায় আমাদের নেত্রীসহ দলের অগণিত নেতাকর্মীকে কারাগারে আটকে রেখেছে এই সরকার।

অচিরেই জনগণের বাঁধভাঙা জোয়ারে এই অবৈধ সরকারের মসনদ ভেঙে পড়বে। দ্রুত খালেদা জিয়াসহ স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর মুক্তির দাবি করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম রফিক, হাফিজুর রহমান, এনামুল হক, লিটন সরকার, খোরশেদ আলম, আবু তালেব, জাকির, ইলিয়াস, রফিক, মোবারক, শাহীন, নাঈম, হাজীবর, সাইদুর, জাইদুল, ইকবাল, জাহাঙ্গীর, শুভ, শাহ আলম, খলিল, নূর হোসেন, খোরশেদ, কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল স্বপন, সেলিম, তারাব পৌর স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান, রাসেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জুন ৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।