ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খুলনায় বিএনপি নেতা সুমনকে আটকের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, মে ৯, ২০১৮
খুলনায় বিএনপি নেতা সুমনকে আটকের অভিযোগ বিএনপি নেতা আব্দুল আজিজ সুমন, ছবি: সংগৃহীত

খুলনা: খুলনা মহানগর বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আব্দুল আজিজ সুমনকে আটকের অভিযোগ তোলা হয়েছে।

বুধবার (০৯ মে) দুপুর ১২টার দিকে নগরীর দোলখোলা এলাকার নিজ বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা তাকে আটক করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন তার শ্বশুর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার সোনালী সেন ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আটকের বিষয়টি তাদের জানা নেই।

এদিকে মঙ্গলবার (০৮ মে) দিবাগত রাতে বিএনপি নেতা একরামুল কবীর মিল্টন, মহিউদ্দিন, আলম হাওলাদার, লোকমান, কামাল হোসেনসহ ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।