ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

আটক বাগেরহাট জেলা যুবদল সভাপতিকে আদালতে সোপর্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মে ১, ২০১৮
আটক বাগেরহাট জেলা যুবদল সভাপতিকে আদালতে সোপর্দ

বাগেরহাট: খুলনায় আটক বাগেরহাট জেলা যুবদল সভাপতি কিশোরকে আদালতে সোপর্দ করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (০১ মে) দুপুরে তাকে বাগেরহাট আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার (৩০ এপ্রিল) দুপুর ২টায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণাকালে খুলনা মহানগরীর গল্লামারী এলাকা থেকে কিশোরকে আটক করে ডিবি পুলিশ।

বাগেরহাট ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম বাংলানিউজকে বলেন, চিতলমারী থানায় একটি বিস্ফোরক মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাগেরহাট যুবদলের সভাপতি কিশোরকে আটকের অভিযোগ

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।