ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

দুই সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন বিক্রি ৫ এপ্রিল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৮
দুই সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন বিক্রি ৫ এপ্রিল 

ঢাকা: আসন্ন গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ৫ এপ্রিল (বৃহস্পতিবার) মনোনয়নপত্র সংগ্রহের তারিখ বেঁধে দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (০৩ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।  

রিজভী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে যারা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী তারা যেন ৫ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

 

১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, যাচাই-বাছাইয়ের জন্য মনোনয়নপত্র সংগ্রহের পরের দিন ৬ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। যাচাই-বাছাইয়ের পর প্রার্থী চূড়ান্ত করতে ৭ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলের গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।  

এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, আতাউর রহমান ঢালী, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৮
এএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।