ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, মার্চ ৬, ২০১৮
খালেদার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন বিএনপির মানববন্ধন কর্মসূচি-ছবি- ডি এইচ বাদল

ঢাকা: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মঙ্গলবার (০৬ মার্চ) বেলা ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন কর্মসূচিতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেছেন।  

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানববন্ধনে সভাপতিত্ব করছেন।

মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

এর আগে সোমবার (০৫ মার্চ) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বিএনপি।

এছাড়া বৃহস্পতিবার (০৮ মার্চ) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি, একই দাবিতে একই সময় সারাদেশেও এ কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৮
এএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।