ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ফের মানববন্ধন-অবস্থান কর্মসূচির ঘোষণা বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৮
ফের মানববন্ধন-অবস্থান কর্মসূচির ঘোষণা বিএনপির বিএনপির সংবাদ সম্মেলনের ফাইল ছবি

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে আবারো মানববন্ধন ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (০৪ মার্চ) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ৬ মার্চ ঢাকাসহ সারাদেশে মানববন্ধন এবং ৮ মার্চ ঢাকাসহ সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় নেতারা।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।