ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

খালেদার মুক্তি দাবিতে সিলেটে লিফলেট বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
খালেদার মুক্তি দাবিতে সিলেটে লিফলেট বিতরণ সিলেটে লিফলেট বিতরণ

সিলেট: কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে লিফলেট বিতরণ করেছে দলটির নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। এরপর নগরীর বিভিন্ন সড়কে দলবেঁধে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাককর্মীরা লিফলেট বিতরণ করেন।

 

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।