ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন, অভিযোগ ফখরুলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন, অভিযোগ ফখরুলের

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ‘মিথ্যাচার’ বলে অভিহিত করেছেন। 

ফখরুল বলেছেন, ‘তার (প্রধানমন্ত্রী) বক্তব্যে জাতি হতাশ। তিনি স্বভাবসুলভ বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যে জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন ফখরুল। সাম্প্রতিক ইতালি সফর নিয়ে বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন হয়।

ফখরুল বলেন, সরকার খালেদা জিয়া এবং বিএনপিকে বাদ দিয়ে আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচনের ছক কষছে। ফাঁকা মাঠে গোল দিতে চাইলে জনগণ তা গ্রহণ করবে না।

এতিমের টাকা আত্মসাতের দায়ে খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে, এটা আদালত আদেশ দিয়েছেন। এতে সরকারের কিছুই করার নেই - বিএনপি প্রধানকে নিয়ে প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী তার বক্তব্যে মিথ্যাচার করেছেন। ’

খালেদা জিয়া নির্বাচন না করলে সেটা কারও কাছে গ্রহণযোগ্য হবে ‍না দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘তারা বাস্তবতাকে অস্বীকার করে ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য একদলীয় নির্বাচন করার নীল নকশা করছে। সেই নীল নকশার বাস্তবায়ন আমরা দেখেছি। একটা সাজানো বানোয়াট মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। ’ 

দণ্ডিতদের বিএনপির হয়ে মনোনয়নে নিষেধাজ্ঞা সংক্রান্ত দলটির গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বিএনপির ৭ ধারা নিয়ে কথা বলেছেন। তাদের এতো মাথাব্যথা কেনো? খালেদা জিয়াকে নিয়ে এতো আশঙ্কা, এতো ভয় কেনো? আর ৭ ধারায় পরিবর্তনটা কী হয়েছে? সমাজের স্বীকৃত কোনো ব্যক্তি যদি হয়ে থাকেন- সেটা এখনো আছে। সুতরাং বড় কোনো পরিবর্তন হয়নি। ’

‘…এই দণ্ডটা কারা দিয়েছে? একটি আদালত এই দণ্ড দিয়েছেন। সেই আদালত কার দ্বারা নিয়ন্ত্রিত? এই আদালত সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। ’ 

এর আগে, বিকেলে বৃহত্তর ঢাকা বিভাগীয় বিএনপির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে খালেদার মুক্তি দাবিতে আগামী বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
 
ফখরুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান খান, আব্দুল হাই, লুৎফর রহমান খান আজাদ, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) জয়নুল আবেদিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ উপস্থিত ছিলেন।

আরও ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সভাপতি ডা. দেওয়ান মোহা. সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. গিয়াস উদ্দিন, মো. মজিবুর রহমান, মো. তমিজ উদ্দিন, আজহারুল ইসলাম মান্নান, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি কাজী মনিরুজ্জামান, মহানগর বিএনপি’র সভাপতি আবুল কালাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।