ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

লক্ষ্মীপুরে বিএনপির মিছিল থেকে ৪ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
লক্ষ্মীপুরে বিএনপির মিছিল থেকে ৪ নেতাকর্মী আটক আটক বিএনপি নেতাকর্মীদের গাড়িতে তোলা হচ্ছে, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে ঝটিকা মিছিল করেছে দলের নেতাকর্মীরা। এসময় মিছিলটি ধাওয়া করে চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- সদর থানা পশ্চিম যুবদলের যুগ্ম-আহ্বায়ক শিপন পাটোয়ারী, কর্মী রাশেদ, নুরু ও সুমন হোসেন।

মিছিলের সময় তাদের ধাওয়া করে আটক করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু জানান, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। এ সময় অন্যায়ভাবে তাদের চার নেতাকর্মীকে আটক করা হয়।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিন বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা করায় চারজনকে আটক করা হয়েছে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।