ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু আটক

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু আটক

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে পুলিশ। রাজধানীর মৎস্যভবন এলাকা থেকে রমনা থানা পুলিশ তাকে আটক করেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে ফেরার পথে বেলা ১২টা ৮ মিনিটে তাকে আটক করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বাংলানিউজকে জানান, শান্তিপূর্ণ কর্মসূচি শেষে বাসায় ফেরার পথে মৎস্যভবন এলাকা থেকে পুলিশ তাকে আটক করেছে, যা সম্পূর্ণ অন্যায় ও অগণতান্ত্রিক।

একইসঙ্গে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন রিজভী।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শামসুজ্জামান দুদুকে রমনা থানা পুলিশ আটক করেছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এএম/এসজেএ/এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।