ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

খালেদার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
খালেদার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন  প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন কর্মসূচি

ঢাকা: দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহার করে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে বিএনপি।

সোমবার (১২ ফেব্রয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে মানববন্ধন কর্মসূচি শুরু হয়। সকাল ৯টা থেকে নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন।

মানববন্ধনে ২০ দলীয় জোটের নেতারাও অংশ নেন।

বিএনপির কর্মসূচি বিষয়ে জানতে চাইলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বাধা দেবে না আইন-শৃঙ্খলা বাহিনী। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত থাকবে।  

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জয়নুল আবদিন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক  ফজলুল হক মিলন, ফুটবলার আমিনুল হক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
এএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।