ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

পুলিশ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
পুলিশ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, আটক ৬

নোয়াখালী: খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে নোয়াখালীর চাটখিল উপজেলা বিএনপির সমাবেশে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাটখিল উপজেলা সদরের উত্তর বাজারে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- উপজেলা ছাত্রদলের সভাপতি ইউসূফ নবী বাবু, কলেজ ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক মামুন, পৌর যুবদল আহবায়ক সুলতান বাবর, রতন, রিগ্যান ভূঁইয়া, ফারুক, তাজু, মামুনসহ ১৫ নেতাকর্মী।

আটকরা হলেন- চাটখিল পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আলাউদ্দিন ভূঁইয়া, যুবদল নেতা মাহাবুবুর রহমান জুয়েল, ঘাটলাবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি হারুন, বদলকোট (দক্ষিণ) ইউনিয়ন যুবদলের সহ সভাপতি জসিম উদ্দিন ও ঘাটলাবাগ ইউনিয়ন যুবদল নেতা সুজন এবং অজ্ঞাতপরিচয়ে একজন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল বাংলানিউজকে বলেন, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পরে পুলিশের ফাঁকা গুলিতে মিছিল ছত্রভঙ্গ করা হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।