ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

কলাপাড়ায় বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
কলাপাড়ায় বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ছবি:প্রতীকী

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির ২৮ নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ।

জনমনে ভীতি সঞ্চারসহ নাশকতার প্রস্তুতির অভিযোগে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২৮ নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে।

পাশাপাশি মামলায় অজ্ঞাতনামা আরও ২৭-২৮ জনকে আসামি করা হয়েছে।

এদিকে মামলার আসামি টিয়াখালী ইউনিয়ন বিএনপির দফতর সম্পাদক সালাম ফকিরকে গ্রেফতার করে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘন্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৮
এমএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।