ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সিরাজগঞ্জে পৌর কাউন্সিলর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
সিরাজগঞ্জে পৌর কাউন্সিলর গ্রেফতার

সিরাজগঞ্জ: নাশকতার মামলায় সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শিপুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাড়ে ১১টার দিকে পৌর এলাকার মাছুমপুর মহল্লার নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানানো হয়।

গ্রেফতারকৃত শিপু মাছুমপুর মহল্লার আমজাদ হোসেনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, শিপুর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, নাশকতা ও  অগ্নিসংযোগের অভিযাগে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে ছয়টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।