ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির সহ-সভাপতিসহ আটক ২১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির সহ-সভাপতিসহ আটক ২১

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির সহ-সভাপতি নাসিরুল হকসহ ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) ভোরে জেলার বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে- ঠাকুরগাঁও সদরের ১৪জন, রানিশংকৈল উপজেলার দুইজন, বালিয়াডাঙ্গী উপজেলার দুইজন, পীরগঞ্জ উপজেলার তিনজন।

পুলিশ সূত্রে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গ্রেফতার করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বাংলানিউজকে জানান, আটকরা বিএনপি-জামায়াতের নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।