ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

ধামরাইয়ে বিএনপির ৫ নেতা আটক

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
ধামরাইয়ে বিএনপির ৫ নেতা আটক

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- গাংগুটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মফিকুল ইসলাম (৪৮), ছাত্রনেতা জুলফিকার হোসেন জুলহাস (৩২), মো. আল-ফারুক (২৬), সাইফুল ইসলাম (২৬), মো. সুমন হোসেন (২৬)।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বাংলানিউজকে জানান, আটকরা সবাই বিএনপির সক্রিয় নেতা। ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে নাশকতা করা প্রস্তুতি নিচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। সকালে তাদের সাতদিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।