ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩৪ নেতাকর্মীসহ আটক ৬৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩৪ নেতাকর্মীসহ আটক ৬৮

সাতক্ষীরা: সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৩৪ নেতাকর্মীসহ ৬৮ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে বুধবার (০৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- তালা উপজেলা যুবদলের সহ সভাপতি আশরাফুল ইসলাম (৪৫), তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওলিউর রহমান (৩০), জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাইল উদ্দিন ও খলিষখালী ইউনিয়নের ০১নং ওয়ার্ড জামায়াতের আমির তোহিদুল আমিন (৪৫)।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৩৪ নেতাকর্মীসহ সদর থানায় ৩০জন, কলারোয়া থানায় ৭জন, তালা থানায় ৪জন, কালিগঞ্জ থানায় ৫জন, শ্যামনগর থানায় ১১জন, আশাশুনি থানায় ৪জন, দেবহাটা থানায় ৩জন ও পাটকেলঘাটা থানায় ৪জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।