ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
লক্ষ্মীপুরে বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মী আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে বিএনপি-জামায়াতের ২৮জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মনির উল্লাহ।

কমলনগর উপজেলায় বিএনপি নেতা শাহাব উদ্দিন রনি, আলী হোসেন, নুর আলম, হাসান মাহমুদ, কাজল, নুর আলম, মনির হোসেন, উপজেলার কৃষক দলের সভাপতি আক্তার হোসেন, শ্রমিক দল নেতা হোসেন, জামায়াত ও শিবির কর্মীদের রয়েছেন রেদোয়ান হোসেন, আবদুর রহিম ও দেলোয়ার হোসেন।

এছাড়াও লক্ষ্মীপুর সদর, রায়পুর ও রামগঞ্জে জামায়াত বিএনপির আরও ১৫জনকে আটক করে পুলিশ।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসসহ বিভিন্ন থানা থেকে আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা,  ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।