ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

কুড়িগ্রামে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীসহ গ্রেফতার ৬৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
কুড়িগ্রামে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীসহ গ্রেফতার ৬৭

কুড়িগ্রাম: নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ৬৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

মেনহাজুল আলম বাংলানিউজকে জানান, সোমবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

এসময় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিএনপি জামায়াতের ২০ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ৪৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা এড়ানোর পাশাপাশি জেলার সর্বত্র আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।