ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

সিলেটে বিএনপি-ছাত্রদলের ৩৭ নেতাকর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
সিলেটে বিএনপি-ছাত্রদলের ৩৭ নেতাকর্মী আটক

সিলেট: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট আগমনের আগে পুলিশি অভিযানে বিএনপি ও ছাত্রদলের ৩৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

রোববার (০৪ জানুয়ারি) সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকায় অভিযানে জেলা পুলিশ ২৮ জন ও মহানগর পুলিশ ৯ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন সংশ্লিষ্টরা।

রোববার মধ্যরাত পর্যন্ত সিলেট জেলা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-ছাত্রদলের ১০ নেতাকর্মীকে আটক দেখালেও সোমবার (৫ জানুয়ারি) সকালে এ সংখ্যা দাঁড়ায় ২৮ জনে।

এরমধ্যে বিশ্বনাথ ও কানাইঘাটে চারজন করে আটজন, গোলাপগঞ্জে ৫, ওসমানীনগর, জকিগঞ্জ, গোয়াইনঘাট, বালাগঞ্জে তিন করে ১২জন, বিয়ানীবাজারে ২ জন ও  ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ একজনকে আটক করে।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটককৃতরা বিএনপি-ছাত্রদলের নেতাকর্মী।

এছাড়া মহানগরীর ৬ থানা এলাকায় রাতভর অভিযান চালিয়ে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীসহ  ৯ জনকে আটক করা হয়েছে, নিশ্চিত করে মহানগর পুলিশের মুখপাত্র এডিসি মুহম্মদ আব্দুল ওয়াহাব।

তিনি বলেন, আটককৃতদের মধ্যে কয়েকজনের নামে পৃথক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

এর আগে রোববার (০৪ জানুয়ারি) মধ্যরাত পর্যন্ত আটক হন গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ খান (৩৫), ফুলবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, পৌর ছাত্রদলকর্মী জাহাঙ্গীর হোসেন জাকির, সাজু আহমেদ ও রায়হান আহমেদ।

সিলেটের বিশ্বনাথে আটক হন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় অলঙ্কারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব হোসেন, ইউনিয়ন যুবলীগ নেতা আবু সুফিয়ান, উপজেলার খাজাঞ্জি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ আহমদ ও এছাড়া ওসমানীনগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া।

রোববার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিলেট জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন, খালেদা জিয়ার সিলেট আগমনকে কেন্দ্র করে মাইকিং করারও অনুমতি দেয়নি পুলিশ। উপরন্তু নেতাকর্মীদের বাসায় তল্লাশি চালিয়ে আটকের অভিযোগ করেন নেতারা।

এদিকে খালেদা জিয়ার সিলেট আগমন নির্বিঘ্ন করতে পুলিশের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। রাস্তায় রাস্তায় ফোর্স মোতায়েন থাকবে, যাতে কোনো জটলা সৃষ্টি না হয় এবং তৃতীয় পক্ষ কোনো সুযোগ না নিতে পারে। এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।