ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আটক

নারায়ণগঞ্জ: সিলেট সফরে যাত্রা করা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে মহাসড়কে অবস্থানরত দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। দলীয় নেতৃত্ব বলছে, নজরুল ইসলাম আজাদ বিএনপি প্রধানকে স্বাগত জানাতে তার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিলেটমুখী মহাসড়কে অবস্থান করছিলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা আড়াইহাজারে যুবলীগ নেতা আমজাদ হত্যা মামলার আসামি। যদিও তিনি জামিনে রয়েছেন।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত সাড়ে ১০টার দিকে কাঁচপুর এলাকা অতিক্রম করেছে বিএনপি প্রধানের গাড়িবহর।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।