ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

না'গঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
না'গঞ্জ বিএনপির সাংগঠনিক সম্পাদক আটক মাসুকুল ইসলাম রাজীব। ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীবকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মাসুকুল ইসলাম রাজীবের মিশনপাড়ার বাসা থেকে তাকে আটক করা হয়। একই সময়ে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের মিশনপাড়ার বাসায় অভিযান চালালেও তাকে বাসায় পাওয়া যায়নি।

মাসুকুল ইসলাম রাজীবের স্ত্রী তামান্না ফেরদোউস বাংলানিউজকে জানান, বিকেল ৫টার দিকে ডিবি পুলিশের একটি টিম অভিযানে এসে তাকে আটক করে নিয়ে যায়। এ সময় সদর মডেল থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিল।

আটকের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

তিনি জানান, নাশকতার আশঙ্কায় রাজীবকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।