ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে 

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে  নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখছেন খালেদা জিয়া। পাশে মির্জা ফখরুল, মওদুদ আহমদ ও মঈন খান/ছবি: বাদল

ঢাকা: নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে। আগামী জাতীয় নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। জনগণকে অবাধে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করতে হবে। 

‘জনগণ পরিবর্তন চায়। সেই পরিবর্তন অন্য কোনোভাবে নয়, পরিবর্তন আসতে হবে ভোটের মাধ্যমে।

তারা (সরকার) বিএনপিকে মাইনাস করে নির্বাচন করতে চায়। এসব করে তারা কীভাবে এককভাবে নির্বাচন করবে তার ষড়যন্ত্র করছে। ’ 

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

এসময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, বিএনপিকে মাইনাস করে নির্বাচন হবে? তখন দলের নেতারা সমস্বরে বলে ওঠেন, ‘না'।

আগামী নির্বাচনে ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা যাবে না মন্তব্য করে তিনি বলেন, ইভিএন-টিবিএম চলবে না।

সেনা মোতায়েনের দাবি জানিয়ে খালেদা বলেন, সেনাবাহিনীকে মাঠে রাখতে হবে, সেনা মোতায়েন করতে হবে- যাতে জনগণ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে।

খালেদা বলেন, তারা (সরকার) বিএনপিকে মাইনাস করে নির্বাচন করতে চায়। আমরা ঐক্যবদ্ধ আছি, এটা হতে দেওয়া হবে না।

এসময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, বিএনপিকে মাইনাস করে নির্বাচন হবে? তখন দলের নেতারা সমস্বরে বলে ওঠেন ' না'।

বিএনপিকর্মীরা জ্বালাও-পোড়াও, ভাঙচুর করেনি
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
আরএম/এমইউএম/এএম/পিএম/এসআইজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।