ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

যশোরে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীসহ আটক ৪৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
যশোরে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীসহ আটক ৪৯

যশোর: যশোরে বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মীসহ মোট ৪৯ জনকে আটক করেছে বলে পুলিশ দাবি করেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলার আট উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে যশোর জেলা পুলিশের কন্ট্রোলরুমে দায়িত্বরত পুলিশ সদস্য জসিম উদ্দিন বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, আটকদের মধ্যে ১৮ জন বিএনপি ও একজন জামায়াতের নেতাকর্মী রয়েছেন। তাদের দুপুরের দিকে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
ইউজি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।