ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

জামিনে মুক্তি পেলেন তৈমুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
জামিনে মুক্তি পেলেন তৈমুর

নারায়ণগঞ্জ: জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে ২০১৫ সালের একটি বিস্ফোরক মামলা ও একটি দ্রুত বিচার আইনের মামলার পরোয়ানা থাকায় জেলা আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

দুপুরে তার আইনজীবীরা একটি মামলায় হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এবং আরেকটি মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুল হকের আদালতে জামিন আবেদন করলে আদালত তাকে জামিন দেয়।

তৈমুর আলম খন্দকারের পক্ষে আইনজীবী ছিলেন তার মেয়ে মার ইয়াম খন্দকার ও মেয়ে জামাতা মনোয়ার হোসেন। মুক্তি পাওয়ার পর দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।   

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।