ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ঐক্যবদ্ধ কর্মী সম্মেলনের আহ্বান না.গঞ্জ মহানগর বিএনপির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
ঐক্যবদ্ধ কর্মী সম্মেলনের আহ্বান না.গঞ্জ মহানগর বিএনপির ঐক্যবদ্ধ কর্মী সম্মেলনের আহ্বান মহানগর বিএনপির

নারায়ণগঞ্জ: শনিবার (২০ জানুয়ারি) নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মী সম্মেলনে দলের সবাইকে বিভাজন ভুলে দলের স্বার্থে এক হয়ে উপস্থিত থাকতে আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম। 

সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে শহরের কালিরবাজারে অস্থায়ী কার্যালয়ে কর্মী সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এ আহ্বান জানান।  

আবুল কালাম বলেন, ব্যক্তিগত বিভাজন থাকতে পারে তবে তা ব্যক্তিগত।

দলের স্বার্থে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কর্মী সম্মেলনে যোগ দেব। খালেদা জিয়াকে আগামীর প্রধানমন্ত্রী বানাতে বন্দরের কর্মী সম্মেলনে মহানগর বিএনপি তাদের অবস্থান জানান দেবে।

পুলিশ সমস্যা করছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ সমস্যা করবে এবং অনুষ্ঠানেও করতে পারে। সেসব মাথায় না রেখে কেন্দ্রীয় নেতাদের সামনে আমাদের অবস্থান দেখাতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।  

এসময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সভাপতি আবুল কামাল, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির, ফকরুল ইসলাম মজনু, সরকার হুমায়ন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, আবু আল ইউসুফ খান টিপু, দপ্তর সম্পাদক কাউন্সিলর হান্নান সরকার, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সরকার আলম, মহানগর শ্রমিক দলের নেতা আজগর হোসেন প্রমুখ।  

প্রস্তুতি সভা থেকে জানানো হয়, শনিবার (২০ জানুয়ারি) বিকেল ৩টায় বন্দর সোনাকান্দা হেভেন কমিউনিটি সেন্টারে দলের কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সেখানে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।